আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার গাজা সংঘাতের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই অভিযোগে হামাসের সামরিক নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।
নেতানিয়াহু বলেন, আজ আমরা আইসিসিকে গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। একইসঙ্গে এর বাস্তবায়ন বিলম্বিত করার দাবিও জানানো হয়েছে।
বিশ্বের কোনো শীর্ষস্থানীয় দেশের একজন বর্তমান নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে পরোয়ানা জারি করার ঘটনা এই প্রথম।
আইসিসির একটি প্যানেল জানিয়েছে, গাজা সংঘাতে ইচ্ছাকৃতভাবে মানুষের খাবার সরবরাহ বন্ধ করা, হত্যা, নির্যাতন, এবং অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতানিয়াহু এবং গ্যালান্ট মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।
এই সংঘাতের কারণে গাজা ভূখণ্ডে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রায় ২৩ লাখ মানুষের অধিকাংশ ঘরবাড়ি হারিয়েছে এবং বেঁচে থাকার জন্য ত্রাণ সহায়তার ওপর নির্ভর করছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের ১৩ মাসে ইসরায়েলের হামলায় ৪৪,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আইসিসির বিরুদ্ধে কংগ্রেসে একাধিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন বলে নেতানিয়াহুকে জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা আইসিসি এবং তাদের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে কার্যকর হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল