ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে অবস্থিত আল-জিব শহরে নির্মিতব্য বেশ কয়েকটি ফিলিস্তিনি স্থাপনার কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
সোমবার ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আল-জিব অভিযান চালায়। এসময় তারা বাসিন্দাদের তিনটি বাড়ি এবং পশুপালনের জন্য তৈরি ক্যারাভানে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এর মানে হলো অচিরেই ওই বাড়িগুলো ধ্বংস করে ফেলতে পারে ইসরায়েল।
জেরুজালেমের ৯ কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রামের বেশিরভাগ এলাকা সি-এর মধ্যে পড়ে। যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার দায়িত্বে থাকে। অন্যদিকে ইসরায়েল নিরাপত্তা ও নির্মাণের দায়িত্বে থাকে।
ইসরায়েল ফিলিস্তিনিদের এলাকা সি-তে সম্প্রসারণে নিষেধাজ্ঞা জারি করেছে। জেরুজালেমের অভ্যন্তরে এটি শহরের বাসিন্দাদের খুব কমই ভবন নির্মাণের অনুমতি দেয়। আল-জিব বেশ কয়েকটি ইসরায়েলি বসতি বেষ্টিত। যার মধ্যে সবচেয়ে বড়টি গিভাত জেইভ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ-অনুমোদিত প্রাচীর ও বসতি প্রতিরোধ কমিশন মার্চ মাসে জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে ৫৮টি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। যার ফলে ৮৭টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছিল নাবলুস, তুলকারাম, জেরুজালেম এবং সালফিট শহরে ৩৯টি জনবসতিপূর্ণ বাড়ি, ছয়টি জনবসতিহীন বাড়ি এবং ২৬টি কৃষি সম্পত্তি।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল