সোমবার ওয়াশিংটন এবং আবুধাবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত একটি প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।
গত বছর বাইডেন প্রশাসন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতকে একটি প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে মনোনীত করার পর এটি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুবারক আল মাজরোই এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেথের মধ্যে গত সপ্তাহে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি একটি কাঠামোগত রোডম্যাপ তৈরির জন্য একটি যৌথ প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে যা দুই দেশের মধ্যে বর্ধিত সামরিক-থেকে-সামরিক সহযোগিতা, যৌথ সক্ষমতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সারিবদ্ধকরণকে নির্দেশ করবে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাহিনী প্রস্তুতি, আন্তঃকার্যক্ষমতা এবং উদ্ভাবন-চালিত সহযোগিতার অগ্রগতির জন্য একটি পর্যায়ক্রমে কাঠামো অন্বেষণ করবে।
হেগসেথ মার্কিন প্রতিরক্ষা উদ্ভাবন ইউনিট এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন কাউন্সিলের মধ্যে প্রতিরক্ষা উদ্ভাবনে সম্পর্ক আরও গভীর করার, যৌথ গবেষণা বৃদ্ধি করার এবং উভয় দেশের প্রতিরক্ষা খাতে শিল্প ও বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের জন্য একটি কৌশলগত উদ্যোগের ঘোষণাও করেছেন।
পৃথকভাবে টেক্সাস ন্যাশনাল গার্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন ন্যাশনাল গার্ড স্টেট পার্টনারশিপ প্রোগ্রাম (এসপিপি) তে স্বাগত জানানো হয়েছে। বিবৃতি অনুসারে, এটি সামরিক আধুনিকীকরণ প্রচেষ্টা বৃদ্ধি করবে এবং সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, দুর্যোগ প্রতিক্রিয়া এবং অপারেশনাল পরিকল্পনায় সহযোগিতা বৃদ্ধি করবে।
বিবৃতিতে বলা হয়েছে, একটি প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসাবে সংযুক্ত আরব আমিরাতের নামকরণ পারস্পরিক বিশ্বাস, ভাগ করা উদ্দেশ্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি একটি সাধারণ প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কয়েক দশক ধরে চলমান সম্পর্কের প্রতিফলন ঘটায়।
বিডি প্রতিদিন/নাজমুল