ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেক অভিবাসী। বুধবার সকালে লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর এবং ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া চার নারীসহ অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করে লাম্পেদুসায় নেওয়া হয়েছে। আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেঁচে যাওয়া অভিবাসীদের বরাতে জানা যায়, তারা লিবিয়ার ত্রিপোলি থেকে বুধবার ভোরে দু’টি নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। পথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রী অন্য নৌকায় উঠে যান। পরে উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রীবোঝাই সেই নৌকাটি ডুবে যায়।
ধারণা করা হচ্ছে, ওই নৌকায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। এখনো কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছেন। ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুটে যাত্রাকালে অন্তত ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/শআ