ব্রিটেনে চলমান তীব্র পানি সংকট মোকাবিলায় এক অভিনব পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশবাসীকে পুরনো ছবি ও ইমেল মুছে ফেলতে আহ্বান জানানো হয়েছে।
এর কারণ ডেটা সেন্টার। ক্লাউডে ছবি ও ইমেল সংরক্ষণ করতে বিপুল বিদ্যুৎ ও পানি লাগে। সার্ভার ঠান্ডা রাখতে ডেটা সেন্টারগুলো বছরে কোটি লিটার পানি ব্যবহার করে যা অনেক সময় স্থানীয় সরবরাহ থেকে সংগ্রহ করা হয়।
পরিসংখ্যান বলছে, একটি ছোট ডেটা সেন্টারও বছরে প্রায় ২.৬ কোটি লিটার পানি ব্যবহার করে। ইউরোপ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী; ১৯৭৬ সালের পর ২০২৫ সালের প্রথম ছয় মাস ব্রিটেনের সবচেয়ে শুষ্ক সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে দেশের জলাধারগুলো মাত্র ৬৭.৭% পূর্ণ, যেখানে আগস্টে সাধারণত ৮০.৫% থাকে।
ইয়র্কশায়ার, কামব্রিয়া, ল্যাঙ্কাশায়ারসহ পাঁচটি অঞ্চল আনুষ্ঠানিকভাবে খরার কবলে। ইতিমধ্যে হোসপাইপ নিষিদ্ধ করা ও বৃষ্টির পানি সংরক্ষণসহ বিভিন্ন পদক্ষেপে পারিবারিক পানির ব্যবহার ১০% হ্রাস পেয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ছবি ও ইমেল মুছে ফেলে ঠিক কতটা পানি সাশ্রয় হবে তা স্পষ্ট নয়। বড় আকারের এআই প্রশিক্ষণ ও ডেটা সংরক্ষণে তুলনামূলকভাবে আরও বেশি পানি ও শক্তি ব্যবহৃত হয়।
সূত্র- টেকস্পট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ