ভারতের মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তা! প্রেরকের দাবি ৩৪টি গাড়িতে '৪০০ কেজি আরডিএক্স' বহনকারী ৩৪টি 'মানব বোমা' রাখা হয়েছে গোটা শহর জুড়ে। সেই বিস্ফোরণ কাঁপিয়ে দেবে গোটা বাণিজ্য নগরীকে।
মুম্বাই পুলিশ যখন শনিবার অনন্ত চতুর্দশী (গণেশ পূজো বিসর্জন) এবং পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এই হুমকি বার্তা। শুক্রবার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসার পরেই ঘুম উড়েছে পুলিশ কর্মকর্তাদের। হুমকিটি এসেছে লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে। সংগঠনের দাবি, ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন 'আমাদের হেল্পলাইনে অজানা নম্বর থেকে আমরা এই ধরনের হুমকিমূলক বার্তা পাই। তাতে বলা হয়েছে ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪ গাড়ি ব্যবহার করা হয়েছে। পুলিশের ধারণা এই বিস্ফোরণে এক কোটির বেশি মানুষকে নিমেষে হত্যা করতে সক্ষম। তবে মুম্বাই পুলিশ সতর্ক রয়েছে এবং গোটা রাজ্যজুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে। হুমকির সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।' যদিও তার অভিমত, বেশিরভাগ সময়, এই হুমকি বার্তা আসে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন কোনও ব্যক্তি বা মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তির কাছ থেকে আসে।'
ওই কর্মকর্তা আরো জানান 'তবে, যখনই আমরা এই ধরনের বার্তা পাই, তখনই আমাদের তা গুরুত্ব সহকারে নিতে হয় এবং এই ধরনের মামলার জন্য নির্ধারিত প্রোটোকল অনুসরণ করতে হয়। যদি কোনও নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করা হয়ে থাকে, তাহলে আমাদের সেই স্থান খালি করতে হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সাহায্যে পরীক্ষা করতে হয়।'
যদিও এক্ষেত্রে, ওই হুমকি বার্তায় কোনও নির্দিষ্ট স্থানের উল্লেখ নেই। পুলিশ কর্মকর্তা বলেন, তারা নম্বরটি ট্র্যাক করছেন এবং শীঘ্রই প্রেরককে শনাক্ত করতে সক্ষম হবেন।
বিডি প্রতিদিন/নাজমুল