হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা উসমান দেম্বেলে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নতুন করে চোট পেয়েছেন এই ফরাসি তারকা। এই চোটের কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
এক বিবৃতিতে দেম্বেলের চোটে পড়ার খবর নিশ্চিত করেছে পিএসজি। শনিবার বিবৃতিতে পিএসজি জানিয়েছে, দেম্বেলের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট লেগেছে। অন্তত ছয় সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার ইউক্রেন-ফ্রান্স ম্যাচে চোট পাওয়ার পর উসমান দেম্বেলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর সমস্যা ধরা পড়েছে।’
পিএসজি আগেই ফ্রান্স দলের মেডিকেল টিমকে সতর্ক করেছিল দেম্বেলের শারীরিক অবস্থা নিয়ে। তবে সতর্কবার্তা সত্ত্বেও তাকে খেলানো হয়, আর তাতেই ঘটে সর্বনাশ। তাই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়ায় তার ওপর বিরক্ত পিএসজি।
ইনজুরিতে পড়ার কারণে ক্লাবটির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেনন না তিনি।তিনি আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ মিস করবেন। ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে লড়াইয়েও তার না থাকার সম্ভাবনা প্রবল। এমনকি বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দেম্বেলে না থাকার শঙ্কা আছে।
বিডি প্রতিদিন/নাজিম