সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘সিরিয়ায় আরও শক্তি প্রয়োগে সক্ষম রাশিয়া’

সিরিয়াতে রাশিয়া তার শক্তির তুলনায় অনেক কম সামরিক শক্তি ব্যবহার করেছে। প্রয়োজন হলে আরও শক্তি ব্যবহার করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন।

সিরিয়া-অভিযানে রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে পুতিন বলেন, আমাদের অন্য জিনিসও (সামরিক) আছে। প্রয়োজন হলে তা ব্যবহার করব। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সমঝোতার একদিন পরে তিনি এ কথা বলেন। গত সেপ্টেম্বরে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ও বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। বিবিসি।

সর্বশেষ খবর