সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পালমিরা ছেড়ে পালিয়েছে আইএস

পালমিরা ছেড়ে পালিয়েছে আইএস

সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত করেছে জঙ্গি সংগঠন আইএস। এবার রাশিয়ার বিমান হামলার পরিপ্রেক্ষিতে সেখান থেকে পালিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা। এএফপি জানায়, রাশিয়ার প্রচণ্ড বিমান হামলার মুখে গতকাল ভোরে পালমিরা থেকে আইএস, এরপর সংগঠনটির পক্ষ থেকে পালমিরা থেকে তাদের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। ‘মরুর মুক্তা’ হিসেবে পরিচিত পালমিরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ। পালমিরা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০১৫ সালের মে মাসে প্রথম পালমিরা দখল করে আইএস। তারা সেখানকার বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত মন্দিরসহ অনেক স্থাপনা ধ্বংস করে। চালায় হত্যাযজ্ঞ। গত মার্চে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয। সপ্তাহের শুরুতে পালমিরায় প্রবেশের জন্য আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে ঢুকে পড়ে। এর কয়েক ঘণ্টার মাথায় রুশ বিমান হামলার  তোপে পালমিরা থেকে সরতে বাধ্য হয় আইএস। জঙ্গিরা শহরের উপকণ্ঠের দিকে পালিয়ে গেছে। সিরীয় সেনাবাহিনীও আলেপ্পো থেকে সৈন্য এনে পালমিরায় অবস্থান মজবুত করেছে। পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, পালমিরা পুনর্দখলে নেওয়ার পর গত রাত থেকে রাশিয়া প্রচণ্ড বিমান হামলা চালায়। হামলার পরিপ্রেক্ষিতে আইএস শহরটি ছেড়ে পালিয়ে যায়। রামি আবদেল রহমান আরও বলেন, পালমিরায় রাশিয়ার চালানো বিমান হামলায় আইএসের বিপুলসংখ্যক যোদ্ধা নিহত হয়েছে।

সর্বশেষ খবর