অটোয়া কনভেনশনের ল্যান্ডমাইনবিরোধী চুক্তি থেকে সরে আসছে ইউক্রেন। ইতোমধ্যে এ-সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে এ কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে, ইউক্রেনের সংসদে এ বিষয় সিদ্ধান্ত নিয়ে এবং জাতিসংঘকে অবহিত করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য বিশ্বের অন্যান্য দেশকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বরা ১৮ দফার শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার পরেই এ কথা বলেন তিনি। রবিবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে। এ নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় সম্ভব।’ ইইউ এবং জি-সেভেনসহ বন্ধু দেশগুলোর সঙ্গে রাশিয়ার ওপর ইউক্রেনের নিষেধাজ্ঞা নিয়ে একটি চুক্তিতেও সই করেছেন জেলেনস্কি। -ডয়েচে ভেলে