ইউরোপের বড় অংশজুড়ে একটি দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমের মধ্যে অনেক দেশের কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করছে। এই দাবদাহ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে স্পেনের দক্ষিণাঞ্চলে। সেভিয়া ও এর প্রতিবেশী এলাকাগুলোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ঘটনার চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্পেনের আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সেভিয়া থেকে ১২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের শহর এল গ্রানাদোতে জুনে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। শনিবার শহরটিতে ৪৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পরিষেবা আরও জানিয়েছে, জুন মাস রেকর্ডকৃত ইতিহাসে উষ্ণতম জুন হতে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইতালি, পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বিভিন্ন অংশে উচ্চ তাপমাত্রার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বোসনিয়া ও হারজেগোভিনা, হাঙ্গেরি, সার্বিয়া, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডে মাঝারি স্তরের অ্যাম্বার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বার্সেলোনায় রাস্তা ঝাড়ু দেওয়ার এক পালা সম্পন্ন করার পর তীব্র গরমের মধ্যে এক নারীর মৃত্যু হয়। স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে। ইতালিতে জরুরি বিভাগগুলো দেশজুড়ে হিটস্ট্রোকের সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছে। ইতালিয়ান সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিনের সহসভাপতি মারিও গুয়ারিনো জানিয়েছেন, উচ্চ তাপমাত্রার কারণে মূলত ‘বয়স্ক মানুষজন, ক্যানসারের রোগী ও গৃহহীনরা’ সবচেয়ে বেশি ভুগছেন। নেপলসের একটি হাসপাতাল হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবাকেন্দ্রের ব্যবস্থা করেছে। বেলোনিয়া নগর কর্তৃপক্ষ সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত জলবায়ু আশ্রয়কেন্দ্র চালু করেছে। রাজধানী রোম সত্তরোর্ধ্ব ব্যক্তিদের জন্য সুইমিংপুলে বিনামূল্যে প্রবেশাধিকার দিচ্ছে।
এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ঘটনার দ্বিতীয় দিনে চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি গতকাল জানান, ইজমিরের কুয়ুজাক ও দোগানবে এলাকায় ৪০-৫০ কিমি গতির বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে।-রয়টার্স ও আল-জাজিরা
তিনি জানান, হেলিকপ্টার, আগুন নির্বাপক বিমান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং ১ হাজারেরও বেশি কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। ইজমির আদনান মেন্দেরেস বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝামাঝি রবিবার প্রথম আগুন ছড়িয়ে পড়ে। গভর্নর সুলেইমান এলবান জানান, বাতাসের গতি ঘণ্টায় ১১৭ কিমি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সেফেরিহিসারের পাঁচটি পাড়া খালি করা হয়েছে, কারণ আগুন বসতিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে। উরকমেজ গ্রামের বাসিন্দারা নিজেদের ঘর বাঁচাতে গাছ কেটে আগুন-নিরোধক ফাঁকা স্থান তৈরি করছেন, এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইজমির শহর থেকে মাত্র ১৩ কিমি দূরে গাজিএমির এলাকার একটি ল্যান্ডফিলে পৃথক আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বনাঞ্চলে এবং ওটোকেন্ট শিল্প এলাকায়, যেখানে বহু গাড়ির শোরুম রয়েছে।