আফ্রিকার দেশ সুদানের উত্তর-পূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতরা খনিটির শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সুদানের দৈনিক আলরাকোবা জানিয়েছে, রবিবার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়।-আনাদোলু এজেন্সি
এরপর আসে উদ্ধারকারী বাহিনী। তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যারা আটকা পড়েছেন তাদের সবাই নিহত বলে ধারণা করা হচ্ছে এবং এ সংখ্যা অন্তত ৫০ জন। খোঁজ নিয়ে জানা গেছে, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ২ মাস আগেও খনিটিতে একবার ধস নেমেছিল। সেবার কেউ নিহত হননি। সুদান বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ। দেশটির বিভিন্ন খনিতে স্বর্ণের মজুতও বিপুল। অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে ন্যূনতম ব্যবস্থা না থাকা আন্তর্জাতিক অঙ্গনে সুদান সরকারের ব্যাপক সমালোচনা আছে।