পার্লামেন্ট ভবনের বাইরে এক কর্মসূচিতে পুলিশের সঙ্গে সহিংস সংঘাতের মধ্যে এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর জাকার্তার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে ইন্দোনেশীয় শিক্ষার্থীরা। দেশটির শিক্ষার্থীদের সর্ববৃহৎ ইউনিয়নের প্রধান মুজাম্মিল ইহসান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পুলিশি সহিংসতার প্রতিবাদে তারা গতকাল বিকালে বিক্ষোভ করবেন। এতে শিক্ষার্থীদের আরও সংগঠনও যুক্ত হবে বলে তিনি আশা করছেন। এর আগে বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনের বাইরে সাংসদদের বেতন, শিক্ষায় ব্যয় এবং সরকারি স্কুলগুলোতে খাবার দেওয়ার কর্মসূচিসহ একাধিক ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে। রাতে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান এক মোটরসাইকেল রাইডশেয়ার চালককে ধাক্কা দেয় এবং এতে ওই চালক নিহত হন বলে জানান জাকার্তার পুলিশপ্রধান আসেপ ইদি সুহেরি।
নিহত ব্যক্তি বিক্ষোভে জড়িত ছিলেন না বলে জানিয়েছে মোটরসাইকেল চালকদের একটি সংগঠন। ‘পুলিশপ্রধান হিসেবে এবং পুরো ইউনিটের পক্ষে আমি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি,’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন সুহেরি। ওই সাঁজোয়া যানটির সাত ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে সংবাদ সম্মেলনে বলেছেন ইন্দোনেশীয় পুলিশের পেশাদারি ও নিরাপত্তা বিভাগের প্রধান আবদুল করিম। সংঘাতের মধ্যে নিহতের ঘটনায় পরে বৃহস্পতিবার রাতে দাঙ্গা পুলিশের সদর দপ্তরের সামনে মোটরসাইকেল চালকদের একটি দল বিক্ষোভ প্রদর্শন করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। বিক্ষোভকারীদের শান্ত করতে ওই ভবনে সামরিক কর্মকর্তাদের পাঠাতে হয় বলে শুক্রবার কম্পাস টিভির এক খবরে বলা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ কর্মসূচি থেকে প্রায় ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে জাকার্তা লিগাল এইড ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দিতে সরকার ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে।