শত্রুর হামলা ঠেকাতে বিপুল অর্থ ব্যয়ে একটি নতুন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে তাইওয়ান। ‘টি-ডোম’ নামের ওই ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লাই ছিং তে। সেই সঙ্গে তিনি বলপ্রয়োগের নীতি ত্যাগ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের জাতীয় দিবসের ভাষণে গত শুক্রবার প্রেসিডেন্ট লাই বলেন, তার সরকার প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং বছরের শেষ নাগাদ একটি বিশেষ সামরিক বাজেট পেশ করা হবে, যা সরকারের প্রতিরক্ষা অঙ্গীকারকে প্রতিফলিত করবে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্দেশ্য স্পষ্ট- এটি শত্রুর হুমকি মোকাবিলার জন্য অপরিহার্য এবং আমাদের প্রতিরক্ষাশিল্প বিকাশের চালিকাশক্তি। আমরা ‘টি-ডোম’ নির্মাণ দ্রুত এগিয়ে নেব, বহুস্তরীয় প্রতিরক্ষা, উচ্চক্ষমতাসম্পন্ন শনাক্তকরণ ও কার্যকর বাধা ব্যবস্থাসহ একটি সুসংগঠিত আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করব, যা নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় এক নিরাপত্তা জাল হিসেবে কাজ করবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে চীনের দিক থেকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপ সামলে আসছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে বেইজিং। যদিও তাইপের সরকার দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে আসছে।