গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। তবে দেশটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই এবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলকে সতর্ক থাকতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই গতকাল তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রধান দাবি হলো গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিশেষ করে লেবাননে ৪ হাজার ৫০০-এর বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। তাই শান্তিপ্রিয় দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ইসরায়েল আবারও প্রতিশ্রুতি ভঙ্গ না করে। বাঘাই আরও জানান, গাজায় প্রায় ৭০০ দিনব্যাপী হত্যাযজ্ঞ ও অবরোধের পর এ যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ইরান এ সমঝোতার মূল লক্ষ্য ইসরায়েলি আগ্রাসন বন্ধকে সমর্থন জানালেও ভবিষ্যৎ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ-উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা। গতকাল দুপুরে ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়। এর আগে, ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। -প্রেস টিভি ও বিবিসি
শিরোনাম
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন