৭৫ বছর বয়স হয়ে গেলে নবীনদের কাজ করার সুযোগ দিয়ে সরে যাওয়ার পক্ষে মত দেওয়া ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবত হঠাৎ সুর বদলেছেন। তিনি এখন বলছেন, বয়স ৭৫ পার হলেই পদ ছাড়তে হবে-এমন কোনো নিয়ম নেই।
ভাগবত বলেন, ‘এক অনুষ্ঠানে মজা করে বলেছিলাম-৭৫ বছর হলেই তরুণদের জন্য স্থান ছেড়ে দেওয়া উচিত। আমি নিজের কথা ভেবে বলিনি, না অন্য কারুর (মোদি) জন্য বলিনি।’ তার এ মন্তব্য নিয়ে দেশটিতে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ১১ সেপ্টেম্বর ৭৫ পূর্ণ করে ৭৬ বছরে পৌঁছালেও তিনি অবসরে যাবেন না-এমন গুঞ্জন উঠেছে। একইভাবে তার চেয়ে মাত্র ৬ দিনের ছোট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ৭৫ পূর্ণ হওয়ার পর ‘দায়িত্বমুক্ত’ হতে হচ্ছে না, এটিও স্পষ্ট হচ্ছে। ভাগবত বলেন, ‘আমাকে যদি ৮০ বছর বয়সে সংগঠন চালাতে বলে তাও চালাব।’
গত বৃহস্পতিবার আরএসএসের শতবর্ষ উদ্যাপন সভায় তিনি আরও বলেছেন, ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। কারণ ভারতে অনেক আগেই ইসলাম ধর্ম এসেছে। তাই কোনো হিন্দুর বলা উচিত নয়-ইসলাম থাকবে না।’ তিনি বলেন, ‘আরএসএসের একমাত্র আন্দোলন ছিল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা। কাশি-মথুরা আমাদের আন্দোলন নয়।’ তিনি এও ঘোষণা করেন, প্রত্যেক নাগরিকের পরিবারে তিনটি করে সন্তান হতে হবে। তাহলেই জনসংখ্যায় বিন্যাস ঠিক থাকবে।