ভারতের রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৬ জন। মঙ্গলবার রাজ্যটির যোধপুর থেকে জয়সলমীরগামী একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। জয়সলমীর-যোধপুর মহাসড়কে যাওয়ার সময় গাড়ির পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক তাৎক্ষণিক রাস্তার পাশে বাসটি থামালেও কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। এতে ২০ জন পুড়ে মারা যান। স্থানীয় এবং পথচারীরা সাহায্যের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন, দমকল ও পুলিশ তাৎক্ষণিকভাবে পৌঁছায়। আহত যাত্রীদের প্রথমে জয়সলমীরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুরুতর আহত ১৬ জনকে পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার রাতেই জয়সলমীরে আসেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ শোক জানিয়েছেন।