ভারতের তেলেঙ্গানা রাজ্যের সঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২৬ জন। গতকাল সকালে পাশামাইলারাম শিল্প এলাকায় ‘শিগাচি ফার্মা’ নামক ওষুধ প্রস্তুতকারী কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সেখানে মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজসহ খাদ্য ও ওষুধে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উৎপাদন চলছিল। বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।-কলকাতা প্রতিনিধি
দ্রুত শুরু হয় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান। কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অগ্নিদগ্ধ শ্রমিকরা চারদিকে ছড়িয়ে পড়েন, কারখানার অভ্যন্তরে তৈরি হয় ধ্বংসস্তূপ। তেলেঙ্গানার পুলিশের আইজি (মাল্টিজোন-২) ভি সত্যনারায়ণ জানান, সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটে। পুলিশ ১০ মিনিটের মধ্যেই ঘটনাটি জানতে পারে এবং মাত্র ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থাও অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়, পরে চাঁদা নগর হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। আহত ২৬ জনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।