অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউনসভিলে অনুষ্ঠিত হলো এশীয় সংস্কৃতির রঙিন উৎসব ইন্ডিয়া ফেস্ট টাউনসভিল ২০২৫। গত শনিবার (২৩ আগস্ট) রিভারওয়ে কমপ্লেক্সে আয়োজিত এই উৎসব নাচ, গান, খাবার ও কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল টাউনসভিল-ভিত্তিক বাংলাদেশি উদ্যোক্তা মাহফুজা রহমান প্রতিষ্ঠিত অনলাইন পোশাক ব্র্যান্ড ‘দেশি ড্রেপস’-এর প্রথম আত্মপ্রকাশ। শাড়ি, সালোয়ার কামিজ ও আধুনিক ঐতিহ্যবাহী পোশাকের নির্বাচিত সংগ্রহ নিয়ে দেশি ড্রেপস প্রথমবার সরাসরি কমিউনিটির সামনে আসে।
অভিজ্ঞতা সম্পর্কে মাহফুজা রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া ফেস্টিভ্যালে আমার প্রথম স্টল স্থাপন করা অসাধারণ অভিজ্ঞতা। নতুন মানুষের সঙ্গে দেখা, আমার কাজ শেয়ার করা এবং এমন একটি সুন্দর অনুষ্ঠানের অংশ হওয়া আমাকে আনন্দ দিয়েছে। এই প্রথম পদক্ষেপ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “দেশি ড্রেপস সততা, গুণমান ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিউনিটির দোয়া ও সমর্থনই আমাদের শক্তি।”
স্টলটি বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি এবং স্থানীয় অস্ট্রেলিয়ান কমিউনিটির কাছ থেকে উষ্ণ সাড়া পায়। দর্শনার্থীরা দেশি ড্রেপসের পোশাকের মান, বৈচিত্র্য ও নকশার প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/হিমেল