রংপুরের মিঠাপুকুর উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ১৫৩ দশমিক ২০ গ্রাম হেরোইনসহ নাজমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট দুপুরে র্যাব-১৩ এর একটি দল লতিফপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোগগ্রাম এলাকার মৃত জাহেদ আলীর মেয়ে নাজমা বেগমকে তল্লাশি করে র্যাব সদস্যরা।
তল্লাশিতে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ১৫৩ দশমিক ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমা বেগমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        