খাগড়াছড়িতে হিল ভিডিপি সদস্যদের ২৮ দিনব্যাপী অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে শহরের চেঙ্গি ব্রিজ সংলগ্ন আনসার প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আনসার কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) ড. সাইফুর রহমান, চট্টগ্রাম পার্বত্য রেঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইফুর রহমান বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়াতে হবে অসহায়দের। নিরাপদ ও উন্নত গ্রামীণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কেবল বাহিনীর জন্য নয়, নিজের পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।’
২৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে খাগড়াছড়ির ৯টি উপজেলার ১০০ জন হিল আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ