পাওয়ার হিটিংয়ে অন্যান্যদের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বড় শট খেলার ক্ষেত্রে পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। তাই বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। এ মাসে বাংলাদেশে পা রেখেই সব ক্রিকেটারদের সঙ্গেই পাওয়ার হিটিংয়ের কাজ করেছেন তিনি।
সোমবার অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের লম্বা সময় টোটকা দিয়েছেন ইংলিশ এই কোচ।
মিরপুর শের-ই-বাংলার ইনডোরে এই অনুশীলনে উপস্থিত ছিলেন যুবা দলের ব্যাটাররা। অনুশীলনে নিজেদের কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা। আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আবারও অনুশীলন করবেন যুবারা।
এদিকে, চলতি মাসের ৩১ আগস্ট ইংল্যান্ডে ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছেন তারা। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তারা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/কেএ