সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গত কয়েক দশকের মধ্যে তিনিই প্রথম সিরিয়ান নেতা হিসেবে এই ভাষণ দেবেন।
গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, শারা ‘নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। সেখানে তিনি বক্তৃতা দেবেন’।
প্রায় ১৪ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের পর দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে তার ইসলামপন্থী গোষ্ঠীর নেতৃত্বাধীন জোটের নেতৃত্বে শারা ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করেন।
কর্মকর্তা আরও বলেন, “১৯৬৭ সালে প্রাক্তন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসির পর তিনিই হবেন প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট যিনি জাতিসংঘে ভাষণ দেবেন এবং সাধারণ পরিষদের উচ্চ-স্তরের ২২-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সপ্তাহে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট।”
ক্ষমতা গ্রহণের পর থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমর্থন অর্জন করেছে।
এপ্রিল মাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেন এবং সংস্থার নিউইয়র্ক সদর দফতরে তার দেশের নতুন পতাকা উত্তোলন করেন।
পশ্চিমা বিশ্বে তার প্রথম সফরে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করার এক সপ্তাহ পর মে মাসে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন শারা।
একজন ওয়ান্টেড জিহাদি হিসেবে শারা জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন এবং তাকে সমস্ত বিদেশ ভ্রমণের জন্য অব্যাহতির আবেদন করতে হবে। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ