কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন মা সালমা আহমেদ ও বোন সুমাইয়া।
সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে ওই দু’জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।
নিহতরা হলেন-ডাক্তার সুমাইয়া (৩৩) ও সালমা আহমেদ (৬০)। এর মধ্যে সুমাইয়া ব্যারিস্টার ইয়াসিন আহমেদের বোন ও মা।
এর আগে, রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়।
তারা হলেন-ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৪) ও তার ছেলে ইয়াজান (৩)। তারা ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় বসবাস করেন এবং টাঙ্গাইলের বাসিন্দা।
ওসি নাছির উদ্দিন বলেন, সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রামমুখী মারসা পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই