শিরোনাম
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চীনে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

চীনে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

যানবাহন চলাচলের জন্য চীনে নির্মিত বিশ্বের সর্বোচ্চ সেতু বৃহস্পতিবার উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিপানজিয়াং নামে সেতুটির উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)। সেতুটি পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝু প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতিতে একথা জানানো হয়। সেতুটি নির্মাণের ফলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি পার্বত্য প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে। এর ফলে এখন যাতায়াতেও চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে।  দুয়ান নামের এক ট্রাক চালকের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে। স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, সেতুটি নির্মাণে চৌদ্দ কোটি ৪০ লাখ ডলার (স্থানীয় মুদ্রায় ১০০ কোটি ইউয়ান) ব্যয় হয়। এনডিটিভি।

সর্বশেষ খবর