মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় ফের জঙ্গি হামলা এবার পুলিশ সদর দফতর

ইন্দোনেশিয়ায় গত পরশু তিনটি গির্জায় সিরিজ আত্মঘাতী হামলার পর গতকালও জঙ্গি হামলা হয়েছে। এবারের লক্ষ্যবস্তু সুরাবায়ায় অবস্থিত পুলিশ সদর দফতর। গতকাল ওই হামলায় নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে রয়েছেন ৪ জন পুলিশ সদস্য। রবিবার গির্জায় আত্মঘাতী হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার পর গতকাল ঘটা ওই হামলায়ও আত্মঘাতী হামলাকারীরা অংশ নিয়েছে। নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুজন আরোহী ছিল। এদের একজন নারী। একটি তল্লাশি চৌকির কাছে পৌঁছে মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো হামলাগুলোকে ‘কাপুরুষোচিত, অমর্যাদকর ও নিষ্ঠুর’ বলে বর্ণনা করেন। তিনি পুলিশকে অপরাধীদের খুঁজে বের করতে ও তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে নির্দেশ দেন। রবিবারের হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (এসআই)। এক পরিবারের সদস্যরা হামলাটি চালায়। স্থানীয় পুলিশপ্রধান টিটো কার্নাভিয়ান বলেছেন, পরিবারটি আইএস-সমর্থিত নেটওয়ার্ক জেমিয়া আনশারুত দৌলার (জেএডি) সঙ্গে যুক্ত ছিল। পুলিশ বলছে, সিরিয়া থেকে ফিরে আসা শত শত ইন্দোনেশিয়ান পরিবারের একটি এ হামলাকারী পরিবার। সিরিয়ায় সরকারের বিরুদ্ধে আইএসের লড়াই চলছে। নিজের দুই মেয়েকে নিয়ে মা চার্চে এবং ওই পরিবারের বাবা ও দুই ছেলে সুরাবায়া শহরে পৃথক দুটি হামলা চালান। ওই হামলার সঙ্গে পুলিশ সদর দফতরের হওয়া হামলার যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ খবর