শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

ঠাণ্ডার রাজধানী জম্মুতে ৪০ ডিগ্রি তাপমাত্রা!

বছরের বেশির ভাগ সময় বরফ পড়ে ভারতের জম্মু-কাশ্মীরে। তাই একে ঠাণ্ডার রাজধানী বলা হয়। কিন্তু সেই ঠাণ্ডার রাজধানীতে প্রথমবারের মতো সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদফতর বলেছে, আগামী কয়েকদিনের মধ্যে জম্মু-কাশ্মীরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে গ্রীষ্মকালীন ঝড়, সঙ্গে বজ্রপাতও হতে পারে। তবে তীব্র দাবদাহে বেশ মুশকিলে পড়েছে এলাকার বাসিন্দারা। অন্ধ্রপ্রদেশ সরকারের রিয়েল টাইম গভর্নেন্স সোসাইটি (আরটিজিএস) জানিয়েছে, রাজ্যের বাসিন্দারা আগামী তিন দিনের মধ্যে তীব্র দাবদাহের সম্মুখীন হতে যাচ্ছে। গত সপ্তাহ থেকে এ রাজ্যের তাপমাত্রা ৪১ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে আছে। আরটিজিএসের কর্মকর্তা অনন্ত কৃষ্ণ জানান, এখানকার তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রিতে পৌঁছতে পারে।

সর্বশেষ খবর