শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

হংকং এখনো উত্তাল

সন্দেহভাজন অপরাধীদের চীনে পাঠানোর সুযোগ রেখে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভে এখনো উত্তাল হংকং। তবুও এ থেকে সরে না আসার অনড় সিদ্ধান্ত জানিয়েছেন হংকং এর নেতা ক্যারি ল্যাম। অপরাধী প্রত্যার্পণ আইনের বিরুদ্ধে হংকংয়ের রাজপথে লাখ লাখ মানুষ রবিবার বিক্ষোভ করার পর গতকালও সকালেও বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। আইনটির ফলে চীন অঞ্চলটির রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা সমালোচকদের।

 

সোনা উৎপাদনে  ঘানা প্রথম

দক্ষিণ আফ্রিকাকে ছাড়িয়ে ঘানা আফ্রিকা মহাদেশের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। বার্তা সংস্থা ব্লুমবার্গের এক অনুসন্ধানে বিষয়টি জানা গেছে বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ আফ্রিকা গত কয়েক দশক ধরে মহাদেশটির শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ ছিল। গেল ২০১৮ সালে ঘানা ৪৮ লাখ আউন্স সোনা উৎপাদন করেছে, আর দক্ষিণ আফ্রিকা করেছে ৪২ লাখ আউন্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর