শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কে আসছেন দিল্লির মসনদে, পরীক্ষা আজ

প্রায় দেড় কোটি মানুষ আজ ঠিক করবেন দিল্লির মসনদে কে বসবেন। ভারতের কেন্দ্রীয় সরকারের জাতীয়তাবাদের প্রচার নাকি গত পাঁচ বছরে কথা ও কাজের মিল রেখে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আদমি পার্টি দিল্লি বিধানসভার নির্বাচনে ঠিক করবে দিল্লিবাসী। এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও একটি পরীক্ষা। কারণ তিনি ইতিমধ্যে নাগরিকত্ব নিয়ে একাধিক আইন করেছেন। এই নির্বাচন তার সেসব সিদ্ধান্তের উত্তর দেবে।

তবে নির্বাচনের আগে প্রাক-নির্বাচনী একটি সমীক্ষা বলছে, দিল্লির প্রায় ৬৮ শতাংশ লোক কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী দেখতে চান। দিল্লিতে কেজরিওয়ালের এই প্রভাব সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, ‘তিনটি কারণে কেজরিওয়াল বিজেপির থেকে এগিয়ে। বিদ্যুতের বিল কম করে দেওয়া, পানির বিলও কার্যত শূন্য। নারীদের সরকারি বাসে চড়তেও কোনো পয়সা লাগে না। তার সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতিকে ছুটি।

 

সর্বশেষ খবর