মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চীন ক্ষমা চায়নি, উল্টো অস্ট্রেলিয়াকেই ‘লজ্জিত’ হওয়ার পরামর্শ

প্রতিদিন ডেস্ক

আফগান একটি শিশুর গলা কাটছে অস্ট্রেলীয় এক সেনা। পরে ওর মাথাটি অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো হয়। এরকম একটি বানোয়াট ছবি টুইটারে পোস্ট করার জন্য চীনকে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আল জাজিরা জানায় : প্রধানমন্ত্রী মরিসনের ডাকে সাড়া দিতে অস্বীকার করেছে চীন। ক্ষমা তো চাইলই না, উল্টো অস্ট্রেলিয়াকে পরামর্শ দিয়েছে, শিশুর সঙ্গে নিষ্ঠুরতার জন্য ‘লজ্জিত’ হওয়া উচিত। শিশুর সঙ্গে নৃশংসতার ওই ছবিটি চীনা শিল্পী উহেকিলিন বানিয়েছেন। হেরাল্ড পত্রিকা জানায়, গত বছর হংকংয়ের নাগরিকরা যখন তুমুল অধিকার আন্দোলন করেন তখন বেইজিংপন্থি নানা রকম ছবি এঁকে নাম করেন এই শিল্পী। বিতর্কিত ছবিটির নিচে লেখা ছিল-‘ভয় পেয়ো না, তোমাদের জন্য আমরা শান্তি নিয়ে আসছি।’ প্রধানমন্ত্রী মরিসন বলেন, কুৎসাচারের জন্য এরকম ‘উন্মত্ত আর জঘন্য’ চিত্রের আশ্রয় নেওয়া হয়েছে। এজন্য চীন সরকারের ক্ষমা চাইতে হবে। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ছবি দেখে অস্ট্রেলিয়া এত চটে কেন? তারা কি মনে করে বেসামরিক আফগানদের নির্দয়ভাবে হত্যা করাটা অন্যায় নয়? অস্ট্রেলিয়ার সরকারি ‘ব্রেরেটন কমিটি’র রিপোর্টে বলা হয়, তাদের বিশেষ বাহিনী কর্তৃক আফগানিস্তানে ৩৯ ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রিপোর্ট প্রকাশের কয়েক দিনের মধ্যে বিতর্কিত ছবিটি পোস্ট করা হয়েছে। করোনাভাইরাসের উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্ত অনুষ্ঠানের ওপর এপ্রিল মাসে জোর দিতে থাকে অস্ট্রেলিয়া। এর ফলে বেইজিং-ক্যানবেরা সম্পর্ক আগের চেয়ে বেশি তেতো হয়। তিক্ততার শুরু দুই বছর আগে। তখন ফাইভ-জি নেটওয়ার্ক গড়তে অস্ট্রেলিয়ায় চীনা কোম্পানি নির্মিত সরঞ্জাম আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

 

সর্বশেষ খবর