বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
অন্য খবর

করোনা কারাগার

ছোট্ট জেল। কামরার সংখ্যা ছয়। যাঁরা করোনার কোয়ারেন্টাইন নিয়ম ভাঙবেন, তাঁদের জন্য এই জেল। উত্তর জার্মানির একটি ছোট শহরে  এই ‘কভিড কারাগার’। রাজ্যের নোয়েমুনস্টার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য শুলজ জানিয়েছেন, ‘যাঁরা করোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, তাঁদের বাড়িতে একাকী থাকার কথা। করোনাকে রুখতে গেলে এটা খুবই জরুরি। তিনি জানিয়েছেন, কেউ যদি এই নিয়ম না মানেন, তা হলে তাঁরা অন্যদের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবেন।’ সেই নিয়ম না মানলে সোজা এই জেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। করোনা-জেল ঠিক চিরাচরিত কারাগারের মতো নয়। নিজের বাড়ির সব স্বাচ্ছন্দ্য মিলবে করোনা-জেলের নিভৃতবাসে। তফাৎ একটাই। মানুষকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে এই জেলে ঢোকানো হবে এবং তাঁরা রক্ষীদের কথা মানতে বাধ্য হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর