বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন বেজোস

অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন বেজোস

তাঁর হাত ধরেই স্টার্ট-আপ হিসেবে শুরু করে বিশ্বের অন্যতম নামি কোম্পানি অ্যামাজন। সেই জেফ বেজোসই এবার সংস্থার সিইওর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন। মঙ্গলবারই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, চলতি বছরই সিইও পদে ইস্তফা দেবেন। বেজোস জানিয়েছেন, এর ফলে নিজের অন্যান্য কর্মকান্ডে মনোযোগ দেওয়ার ‘সময় ও শক্তি’ পাবেন তিনি। ‘নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকব এবং ডে ১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লুু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের জন্য সময় ও শক্তি পাব।’Ñ মঙ্গলবার অ্যামাজন কর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে তিনি লিখেছেন এ কথা। কিন্তু সিইও পদ তিনি ছাড়ছেন কেন? জেফ জানাচ্ছেন, আরও বৃহত্তর স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তাঁর কথায়, ‘লকডাউনে কোম্পানি দারুণ সাফল্য পেয়েছে। লাভের মুখও দেখেছে। আর এটাই আমার অ্যানার্জি আরও বাড়িয়ে দিয়েছে। অবসর নেওয়ার কোনো ব্যাপার নেই। এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব আমার কাজের ইচ্ছাকে আরও বাড়িয়ে দিয়েছে।’ উল্লেখ্য, বিশ্বব্যাপী অতিমারীর জেরে গৃহবন্দী মানুষের কাছে অনলাইনই ছিল আদর্শ মাধ্যম। শপিং থেকে সিনেমা দেখা- সব সুবিধাই দিয়েছে ই-কর্মাস সাইটগুলো। যার অন্যতম অ্যামাজন। ফলে লকডাউনে কোম্পানির লাভের পরিমাণ দ্বিগুণ হয়েছে।

অ্যান্ডি জ্যাসি কে? জেনে নেওয়া যাক : বেজোসের স্থলাভিষিক্ত হবেন অ্যান্ডি জ্যাসি।  ১৯৯৭ সালে অ্যামাজনের সঙ্গে জ্যাসির সফর শুরু। ক্যারিয়ারের শুরুতে বিপণন ব্যবস্থাপক পদে কাজ শুরু করেছিলেন তিনি। তবে দ্রুত সংস্থার প্রযুক্তিগত দিকটির ভার নেন। অ্যামাজন ওয়েব সার্ভিস বিভাগের কাজ নতুন করে সাজে তাঁর হাত ধরেই। তাঁর নেতৃত্বেই অ্যামাজন ওয়েব সার্ভিস এখন ৫০ বিলিয়ন কোটি ডলারের ব্যবসা দেয় প্রতি বছর। বেজোস জানান, জ্যাসি প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই বিশ্বাস আছে। ৫৩ বছরের জ্যাসি হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্র ছিলেন। অ্যামাজনে আসা হঠাৎ করেই।

সর্বশেষ খবর