রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

টিকা নিয়ে দৃষ্টান্ত বৃদ্ধার

টিকা নিয়ে দৃষ্টান্ত বৃদ্ধার

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে করোনার টিকা সম্পর্কে ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে। তবে সেই অঞ্চলেরই শতবর্ষী এক বৃদ্ধা গ্রহণ করেছেন করোনাভাইরাসের টিকা। ১২০ বছরের বৃদ্ধা ঢোলি দেবী টিকা নিয়ে এলাকায় অন্যদের মধ্যে উৎসাহ জুগিয়েছেন। আর তার এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ডার লে. জেনারেল ওয়াই কে জোশি। তিনি ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে শুক্রবার তার বাড়িতেও হাজির হয়েছিলেন। এনডিটিভি জানিয়েছে, ঢোলি দেবীর বাড়ি জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলার প্রত্যন্ত গার কাতিয়াস গ্রামে। সেখানে টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। সেখানেই গত ১৭ মে টিকা নিয়ে অন্যদেরকে টিকা নিতে উৎসাহ জোগালেন এই শতবর্ষী বৃদ্ধা। তার টিকা নেওয়ায় অনুপ্রাণিত হয়ে ওই গ্রামে এখন অনেকেই টিকা নিতে আসছেন।’ বৃদ্ধা ঢোলি দেবী গণমাধ্যমকে জানান, তার বয়স ১২০ বছর। তিনি টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার পর তার কোনো সমস্যা হয়নি।

সর্বশেষ খবর