সোমবার, ৩০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তালেবান নিয়ে কৌশল বদলাতে পারে ভারত : রাজনাথ

তালেবান নিয়ে কৌশল বদলাতে পারে ভারত : রাজনাথ

আফগানিস্তানের ক্রমশ পরিবর্তনশীল রাজনৈতিক পটভূমি ভারতের জন্য চ্যালেঞ্জের। বিষয়টি স্বীকার করে নিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন তালেবান নিয়ে ভারত সরকার কৌশল বদলাতে পারে। তবে দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম আপস করা হবে না, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন রাজনাথ। কাবুল বিমানবন্দরে হামলার ক্ষত এখনো দগদগে। আর এই ডামাডোলের মধ্যে রাজনাথের কৌশল বদলের এই বার্তা কি তবে তালেবান জঙ্গিদের প্রতি সুর নরম করার ইঙ্গিত? উঠছে সে প্রশ্ন। গতকাল রাজনাথ সিং বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তিত সমীকরণ ভারতের জন্য চ্যালেঞ্জের। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকার কৌশল বদলে বাধ্য হচ্ছে। আমরা আমাদের কৌশল পাল্টাচ্ছি। কোয়াড (চতুর্ভুজীয় সুরক্ষা সংলাপ, আমেরিকা যুক্তরাষ্ট্র্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম।) গঠন সেই কৌশলেরই অংশমাত্র।’ তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সুসংহত গোষ্ঠী তৈরি করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সরকার।’ প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করার কথা বললেও রাজনাথের এই কৌশল বদলের ইঙ্গিত খুব তাৎপর্যপূর্ণ।

সর্বশেষ খবর