বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

‘টাইম পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

‘টাইম পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

রাশিয়ার মতো দেশের সঙ্গে যুদ্ধে মাসের পর মাস ধরে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন দেশকে। তাঁকে দেখে অনুপ্রাণিত সেনা কয়েক গুণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছে। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধক্ষেত্রও দাপিয়ে বেড়াচ্ছেন। মুখে সব সময় আত্মবিশ্বাসের সুর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৌতুক অভিনেতা থেকে ইতোমধ্যে নতুন শতাব্দীর রূপকথার নায়ক বনে গেছেন! তারই প্রতিশ্রুতিতে টাইম ম্যাগাজিন এবার তাঁকেই ‘টাইম পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।

প্রায় এক বছর হতে চলল রুশ-ইউক্রেন যুদ্ধের। সে সময় থেকেই ভয়ংকর যুদ্ধের সাক্ষী পৃথিবী। গোটা ইউক্রেনকে প্রায় ধ্বংস্তূপে পরিণত করেছে পুতিনের সেনাবাহিনী। এমনকি অভিযোগ, সাধারণ বসতি এলাকা, হাসপাতাল, স্কুলেও রুশ গোলাবর্ষণ চলছে। যদিও যুদ্ধ সমাধান নয়। বরং মানব সভ্যতাকে পিছিয়ে দেয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও দুই দেশের অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের উদ্বাস্তুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সামরিক ও কূটনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন ৪৪ বছরের জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত দেশের সেই তরুণ প্রেসিডেন্টকে ‘টাইম পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিল টাইম ম্যাগাজিন। টাইমের তরফে জানানো হয়েছে, যে ভঙ্গিতে বিশ্ব কূটনীতিকে প্রভাবিত করেছেন জেলেনস্কি তা গত কয়েক দশকে দেখা যায়নি। তরুণ নেতার যুদ্ধের ময়দান না ছাড়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর