ভারতে বিজেপিদলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রথম বিজেপির কোনো নেতার সমাধিতে শ্রদ্ধা জানালেন রাহুল। শনিবার তিনি এ শ্রদ্ধা জানান। শুক্রবার ছিল বাজপেয়ির জন্মদিন। তিন মাসব্যাপী ৩ হাজার কিলোমিটার পদযাত্রা করে রাহুল বৃহস্পতিবার রাজধানী দিল্লি পৌঁছান। এই যাত্রার নাম দিয়েছে ‘ভারত জোড়ো যাত্রা।’ বাজপেয়ি ছাড়াও রাহুল মহাত্মা গান্ধীর রাজঘাটের সমাধিস্থল, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শকতিস্থল, লালবাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাটের সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর তিনি কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশে রওনা হবেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে প্রচার করতেই গত সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেন। প্রত্যেক দিন ৩০ কিলোমিটারের বেশি হেঁটে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র, তেলেঙ্গানা, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা হয়ে দিল্লি পৌঁছান।