রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রচন্ড শীতে বিপর্যস্ত দিল্লির জনজীবন

প্রচন্ড শীতে ভারতের রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  গতকাল দিল্লিতে ২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  দেশটির আবহাওয়া দফতরের মতে এ সময়ে প্রত্যাশিত তাপমাত্রার চেয়ে এটা ৫ ডিগ্রি কম। ঘন কুয়াশার কারণে দিল্লির দৃষ্টিসীমা নেমে আসে ৫০ মিটারের নিচে। ফলে বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে গতকাল ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিসীমা ছিল ২৫ মিটার। স্থানীয় রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কুয়াশার কারণে দেরিতে ছেড়ে গেছে ৩৬টি ট্রেন। দিল্লির আবহাওয়া দফতরের সফদারজং পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে ওই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলিসিয়াস।’ এনডিটিভি

সর্বশেষ খবর