শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

ব্রাজিলে দাঙ্গা

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা

প্রেসিডেন্ট লুলার সঙ্গে নতুন সেনাপ্রধান দা সিলভা

ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাসিলিয়ায় ৮ জানুয়ারি বেশ কয়েকটি সরকারি ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে জাইর বলসোনারোর সমর্থকদের হামলার সপ্তাহ দুয়েক পরই এই সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট। ওই হামলায় বিক্ষোভকারীদের সঙ্গে সশস্ত্রবাহিনীর অনেক সদস্যের যোগসাজশ ছিল বলে সন্দেহ করছেন লুলা। বরখাস্ত জেনারেল হুলিও সিজার দে আরুদা সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মেয়াদ শেষ হওয়ার আগে আগে, ৩০ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান কমান্ডারের দায়িত্বে এসেছিলেন। জেনারেল জুলিও সিজার ডি আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রাজিলের দক্ষিণ-পূর্ব সামরিক কমান্ডের (সাউথ-ইস্ট মিলিটারি কমান্ড) প্রধান জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভা। সম্প্রতি বামপন্থি লুলা জানিয়েছেন, ব্রাজিলের নিরাপত্তা বাহিনীতে থাকা কট্টর বলসোনারোর অনুগতদের অপসারণ করবে তার সরকার। দাঙ্গার প্রেক্ষাপটে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনী থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়েছেন তিনি।

সর্বশেষ খবর