ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের ভিতর থাকা প্রাচীন কুয়ার পাটাতন ধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাজ্যের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতে অবতার রামের জন্য একটি উৎসবে প্রার্থনা করার সময় কূপটির ওপর ঢেকে রাখার কাঠামো বা পাটাতনটি ভেঙে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্য ও অন্যান্য উদ্ধারকারী দল ৩৫টি লাশ উদ্ধার করেছে।
গতকাল পুলিশ কমিশনার মকরন্দ দেওস্কর জানান, প্রায় ১৪০ জন উদ্ধারকর্মী দড়ি ও মই ব্যবহার করে কূপ থেকে পানি বের করে লাশগুলো উদ্ধার করেন। কূপের সংকীর্ণ পথ ও ধ্বংসাবশেষ উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরটিতে ভক্তদের বড় আকারের ভিড় ছিল। রাজ্যের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা শিবরাজ সিং চৌহান বলেন, পাটাতনটি বিশাল জনতার ওজন সামলাতে না পেরে ধসে পড়ে। তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। মন্দির কর্তৃপক্ষ কয়েক বছর আগে কূপটির ব্যবহার বন্ধ করে একটি কাঠামো দিয়ে ঢেকে দিয়েছিল।