বরফ গলতে শুরু করেছে সৌদি আরব ও ইরানের সম্পর্কের। দেশ দুটি জানিয়েছে, তারা একে অপরের রাজধানীতে শিগগিরই পুনরায় দূতাবাস খুলবে। সাত বছর আগে দুই দেশ একে অপরের দূতাবাস বন্ধ করে দেয়। এদিকে পুনরায় দূতাবাস চালু করার বিষয়ে কথা বলে দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে আলাপকালে নতুন করে দূতাবাস খোলার বিষয়ে কথা বলেন আমির-আব্দুল্লাহিয়ান। তবে তিনি পুনরায় দূতাবাস চালুর নির্ধারিত সময় উল্লেখ করেননি। ২০১৬ সালে দুদেশের মধ্যকার দূতাবাস বন্ধ হয়ে যায়।
তবে গত মাসের শুরুতে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের মধ্যকার এক বৈঠকের পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে এক চুক্তিতে পৌঁছায় ইরান ও সৌদি।