মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
রুশবিরোধী নিষেধাজ্ঞা

১১০ বিলিয়ন ডলার ক্ষতি ইউরোপীয় কোম্পানিগুলোর

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে ইউরোপীয় কোম্পানিগুলো ১১০ বিলিয়ন ডলারের বেশি সরাসরি ক্ষতির শিকার হয়েছে। এমনটাই জানিয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস। ৬০০ ইউরোপীয় গ্রুপের বার্ষিক রিপোর্ট এবং ২০২৩ সালের আর্থিক স্টেটমেন্ট ঘেঁটে এ তথ্য দিয়েছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, ইউরোপীয় ১৭৬টি কোম্পানি রাশিয়ার বাজারে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আর এগুলো হয়েছে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ায় এবং নিষেধাজ্ঞার কারণে ব্যবসার পরিধি ছোট করে আনায়। গণমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধের প্রভাবে যে সামষ্টিক অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে ইউরোপের অর্থনীতি, সে হিসাব এখানে যুক্ত করা হয়নি। যেমন রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে দেওয়ায় গোটা ইউরোপজুড়েই জ্বালানির দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। জ্বালানির দাম বাড়ায় সেই প্রভাব পড়েছে বাজারের অন্য পণ্যেও। ইউরোপীয় কোম্পানিগুলোর সরাসরি ক্ষতিই হয়েছে ১০০ বিলিয়ন ইউরো বা ১১০ বিলিয়ন ডলার। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত তেল ও গ্যাস আমদানি কোম্পানিগুলো। তাদের মোট ক্ষতি ৪০ বিলিয়ন ইউরোর বেশি ছিল। ব্যাংক, বীমা এবং বিনিয়োগ কোম্পানিগুলোর ক্ষতি হয়েছে ১৭.৫ বিলিয়ন ইউরো।

সর্বশেষ খবর