ভারতে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গলে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা এক মার্কিন নারীকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। ৫০ বছর বয়সি ললিতা কায়িকে এক সপ্তাহ আগে সিন্ধুদুর্গ জেলার ঘন জঙ্গলে পাওয়া যায়। স্থানীয়রা সাহায্যের জন্য তার চিৎকার শুনতে পান। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। অত্যন্ত দুর্বল কায়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে থেকে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং শুক্রবার তাকে আরও উন্নত চিকিৎসার জন্য একটি মানসিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তার চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন। পুলিশের কাছে লিখিত বয়ানে তিনি অভিযোগ করেছেন, তার স্বামী তাকে খাবার ও পানি ছাড়াই শেকল দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে গেছে। পুলিশ বলছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে তার স্বামীকে খুঁজছে।