পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। রবিবার রাজধানী ইসলামাবাদে ইমরানের মুক্তির দাবিতে বিশাল সমাবেশ করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এ সময় দলের নেতারা হুঁশিয়ারি দেন দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তি দিতে হবে। নইলে সরকারবিরোধী আন্দোলন শুরু করা হবে। এ সমাবেশের পর সোমবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিটিআইয়ের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত নেতাদের মধ্যে রয়েছেন পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান। এ ছাড়াও শের আফজাল মারওয়াত, ওয়াজিরিস্তানের এমএনএ জুবায়ের খান ও আইনজীবী শোয়েব শাহীনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়। পিটিআইয়ের এক নেতা দাবি করেছেন, ইসলামাবাদের বিভিন্ন স্থান থেকে দলের ছয় এমএনএকে গ্রেপ্তার করেছে।