সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী এক সপ্তাহের মধ্যে প্রায় ২২ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই গ্রেপ্তারের ঘটনা গত ১০ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সংঘটিত হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ১৮৬ জনকে আবাসন আইন লঙ্ঘনের জন্য ৫ হাজার ৪২৭ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের জন্য এবং ৩ হাজার ৩৫৮ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪২১ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৪ শতাংশ ইয়েমেনি, বাকি ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।