পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও। এ অবস্থায় থেমে নেই ইরানও। ওয়াশিংটন ও তেল আবিবের হুঁশিয়ারির জবাবে এবার পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটি সতর্কবার্তা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালাবে তারা। ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। খবর রয়টার্স, এএফপি
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ স্থানীয় সময় রবিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান তাদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনী যে কোনো সময় ও যে কোনো স্থানে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ইরানের পক্ষ থেকে এ হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নাসিরজাদেহ বলেন, হুতিরা স্বাধীনভাবে কাজ করে, তেহরানের নির্দেশে নয়। তিনি আরও জানান, ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনো বৈরিতা পোষণ করে না, তবে যদি হামলা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলো তেহরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এদিকে, কাসেম বাসির নামে ইরান নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ বা পরিসর ১২০০ কিলোমিটার। এ ক্ষেপণাস্ত্র উন্নত নির্দেশনা ও গতিশীলতার মাধ্যমে প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম এবং জিপিএস ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
অন্যদিকে বিমানবন্দরে হামলার জেরে হুতি বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা এটা সহ্য করব না। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেব।’ গতকাল এ তথ্য জানিয়েছে এএফপি।
সমাজমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট (হুতি) বিদ্রোহীদের বিরুদ্ধে ‘ব্যবস্থা নিয়েছে’ ইসরায়েল, ‘ভবিষ্যতেও নেবে’। এবারের হামলার (প্রতিশোধমূলক) পদক্ষেপ এক দফায় নেওয়া হবে না, বরং বেশ কয়েক দফায় নেওয়া হবে। পরে এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল।’ ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল সফররত সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু উল্লেখ করেন, ‘আমরা এবং আমাদের সঙ্গে গোটা বিশ্ব এখন হুতিদের হুমকির মুখে। আমরা এটা সহ্য করব না। তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেব।’ ‘আমাদের সব সময় মনে রাখতে হবে, তারা (হুতি) তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশ অনুযায়ী ও তাদের সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে। আমরা ইরানকে যথোপযুক্ত সতর্কবার্তা দেব এবং তা দেওয়ার জন্য যা করণীয়, তা-ই করব। তারা জানবে আমরা এ ধরনের কার্যক্রম সহ্য করব না,’ বলেন নেতানিয়াহু।