গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। নিহত সবাই ছিলেন পুরুষ। হামলার সময় বন্দুকধারীরা প্রথমে ধর্ম পরিচয় জানতে চায়। এর পরে খুব কাছ থেকে স্ত্রী ও সন্তানদের সামনেই গুলি করে হত্যা করা হয় তাদের। নিহতদের মধ্যে প্রায় সবাই ছিলেন হিন্দু। স্বভাবতই স্বামীর মৃত্যুর পর বিধবা হতে হয় ২৫ হিন্দু নারীকে। নৃশংস ওই হামলায় মাথার সিথির সিঁদুর মুছে যায় বিতান অধিকারীর স্ত্রী সোহিনীর, সমীর গুহর স্ত্রী শর্বরীর, বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশু নারওয়ালের, শৈলেশ কালাথিয়ার স্ত্রী শীতলের, মঞ্জুনাথ রাও-এর স্ত্রী পল্লবীর, শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশন্যা, সন্তোষ জগদলের স্ত্রী প্রগতিদের। এমনকি ওই হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যায় হাতে বিয়ের চুড়ি পরিহিত সদ্য বিবাহিতা হিমাংশু নারওয়াল পড়ে রয়েছেন স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের নিথর দেহের পাশে। ওই ছবি গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল।
ওই হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযান চালিয়েছে দেশটি। মঙ্গলবার রাতেই ভারতীয় সেনাবাহিনী একটি ছবি প্রকাশ করে। সেই ছবিতে অপারেশনের নাম বড় অক্ষরে লেখা ‘সিন্দুর’। যার একটি ‘ও’ সিন্দুরের কৌটার মতো। এতে রাখা আছে একমুঠো লাল সিঁদুর। নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কিছুটা সিঁদুর। আর তাতেই পরিষ্কার হিন্দু বিধবাদের সিঁথির সিঁদুরের দাম দিতেই নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।