১৬ মে, ২০২২ ১৫:০৯

বিমান বসুর সেই বক্তব্যটি ‘ভিত্তিহীন’ দাবি

দীপক দেবনাথ, কলকাতা

বিমান বসুর সেই বক্তব্যটি ‘ভিত্তিহীন’ দাবি

সিপিআইএম নেতা বিমান বসু

পশ্চিমবঙ্গ বামফ্রন্টের সাবেক চেয়ারম্যান ও সিপিআইএম নেতা বিমান বসুকে উদ্ধৃত করে বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছিল। গতকাল রবিবার প্রকাশিত সেই খবরে বলা হয়েছিল, বিমান বসু বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালিয়ে আসাটা একপ্রকার সংস্কৃতি হয়ে গিয়েছে। এমনকি বঙ্গবন্ধুর পলাতক খুনিরাও ভারতে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।’ তবে এমন খবর প্রকাশিত হওয়ার পরপরই সেটিকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন বিমান বসু নিজেই। আজ সোমবার তিনি আরও দাবি করেন, ‘তিনি ওই অনলাইন পোর্টালকে সাক্ষাৎকার দেননি।’

 
সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরক্টেট (ইডি) গ্রেফতার করে প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার)। বিমান বসুকে উদ্ধৃত করে ওই পোর্টাল জানায়, ‘পিকে হালদার ইস্যুতে বিমান বসু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরাও এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গ্রেফতার হয়েছিল। তাই বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালিয়ে আসাটা একপ্রকার সংস্কৃতি হয়ে গিয়েছে। বিমান বসুর আশঙ্কা বঙ্গবন্ধুর হত্যাকারীরা ভারতের মত বড় দেশে এখনো লুকিয়ে থাকতে পারে। তার কারণ, অপরাধীরা মনে করে যদি তারা ভারতে পালিয়ে যেতে পারে তাদের কেউ ধরতে পারবে না।’ 

আজ সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে অবস্থিত সিপিএমের রাজ্য সদর দপ্তরে বিমান বসু জানান, ‘ঢাকা থেকে পোর্টালটি আমার বক্তব্য দিয়ে যে খবরটি করা হয়েছে তা ভিত্তিহীন। আমাকে কোনো নিউজ অফিসের তরফ থেকে আমাকে ফোন করা হয়নি,  বা সাক্ষাৎকারও নেওয়া হয়নি।’ 

স্বভাবতই এরকম একটি খবরে বিমান বসু যথেষ্ট অস্বস্তি বোধ করছেন। শুধু তাই নয়, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিমান বসু। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর