এবার রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি চারতলা বাড়ি থেকে দুটি হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ২টার দিকে সরদারপাড়ার ২৪২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করেন ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাসার দুই তত্ত্বাবধায়ক শাওন ও পরে নজরুলকে থানায় নিয়ে এসেছে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি বাড্ডা থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলাটিমের দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের পর এবার দক্ষিণখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে, জঙ্গিরাই এখানে আস্তানা গড়েছিল। ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, দক্ষিণখানের একটি বাসা আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যরা ভাড়া নিয়ে তাদের জঙ্গি তত্পরতা পরিচালনা করছে— এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে ওই বাড়ির আশপাশে অবস্থান নেওয়া হয়। পরে ফ্ল্যাটের তালা ভেঙে উদ্ধার করা হয় হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম। গতকাল দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, সরদারপাড়ার আওতাধীন সরু গলিতে আইডিয়াল স্কুল ও মসজিদ-সংলগ্ন ২৪২ নম্বর বাড়ি। বাড়ির মালিক মোসলেমা আক্তার ওরফে মিতা লন্ডন প্রবাসী। বাড়ির সিঁড়ি দিয়ে চারতলায় উঠতেই হাতের বাঁ দিকে ওই ফ্ল্যাটের অবস্থান। পাশের ফ্ল্যাটের ও বাড়ির অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট মাস আগে ঠিকাদার পরিচয়ে শরীয়তপুরের এক লোক মাসিক সাড়ে ছয় হাজার টাকায় দুই কক্ষের ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। ফ্ল্যাটে একটি খাট, একটি চেয়ার ও একটি টেবিল ছাড়া আর কোনো আসবাব দেখা যায়নি বলে জানিয়েছেন অন্য বাসিন্দারা। পরে ওই ফ্ল্যাটে আরেকজন যুবক বসবাস করতেন বলে তারা দেখেছেন। তবে বসবাসকারী দুজনই অনিয়মিত ছিলেন। বাড়িটির তৃতীয় তলার বাসিন্দা কেয়া আক্তার বলেন, ‘আড়াই মাস আগে গভীর রাতে দীর্ঘ সময় ধরে ওই ফ্ল্যাটে খট খট শব্দ হচ্ছিল। শব্দের কারণে আমরা ওই রাতে ঘুমাতে পারিনি। পরদিন এ ব্যাপারে জিজ্ঞেস করলে ফ্ল্যাটের বাসিন্দারা কোনো উত্তর দেননি। তবে জানতে চাইলে বাড়ির তত্ত্বাবধায়ক শাওন বলেন, তারা খাট পরিবর্তন করেছিলেন। শাওন এও বলেন, যদি শব্দ সহ্য করতে পারেন থাকেন, নইলে চলে যান।’ মুঠোফোনে বাড়ির তত্ত্বাবধায়ক নজরুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি দক্ষিণখানে থাকি না। তবে এ দায়িত্ব শাওন নামের আরেকজনকে দেওয়া আছে। আমি মাঝেমধ্যে যাই। ওই ভাড়াটিয়াদের থানার ফরম দেওয়ার পর থেকেই আর পাওয়া যায়নি।’ দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকনুজ্জামান বলেন, ‘বিষয়টি ডিবি তদন্ত করছে। আমরা তাদের অভিযানে সহায়তা করেছি মাত্র। ভাড়াটিয়ারা থানা থেকে প্রদত্ত ফরম পূরণ না করেই আত্মগোপনে চলে যান। তবে তারা বাড়িভাড়া বিকাশের মাধ্যমে পরিশোধ করে আসছিলেন।’
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শাওন ও নজরুলকে ডাকা হয়েছে বলে তিনি জানান। পরিদর্শক শেখ রোকনুজ্জামান বলেন, ফ্ল্যাটের দুটি কক্ষ থেকে বোমা তৈরির বিভিন্ন তরল রাসায়নিক, ইলেকট্রিক ক্যাবল ও ইলেকট্রনিক সমগ্রীসহ নানা উপকরণ উদ্ধার করা হয়েছে।