বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আক্রান্ত হলে বাংলাদেশ থাকবে ভারতের পাশে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় বাংলাদেশের অবস্থান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো বর্ডার নেই। তাদের অবস্থান ১২০০ মাইল দূরে। তাদের হুঙ্কার, তাদের হাঁকডাকে আমাদের কিছু আসে যায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। তাদের কথা চিন্তাও করতে চাই না। তাদের কথা স্মরণও করতে চাই না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশ পাকিস্তানে সার্ক সম্মেলনে যায়নি। পাক-ভারত যুদ্ধ বাধলে বাংলাদেশ কার পাশে থাকবে— এ বিষয়ে মন্ত্রী বলেন, ভারতের সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিল ভারত যদি কোনো অবস্থায় পড়ে বাংলাদেশের অবস্থান কী হবে? আমি তাদের বলেছি, বাংলাদেশ ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। সবখানেই ভারত আমাদের সহযোগিতা করছে। ভারত যখন আক্রান্ত হবে তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব। প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে। তবে পাকিস্তান সীমান্ত অতিক্রমের দাবি নাকচ করে দুই পক্ষে গোলাগুলি হয়েছে বলে দাবি করে। এরপর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের  সৈন্যরা রণসাজে রয়েছে। কয়েক বার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

সর্বশেষ খবর