বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নওগাঁয় ট্রেনের ছাদ থেকে পড়ে চার যাত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রানীনগর স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই যাত্রী।

সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী জানান, গতকাল ভোর ৪টার দিকে রানীনগর স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মুনির হোসেন (২২), নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আবদুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (২৯) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)। এ দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও মোতালেব হোসেন নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রানীনগর স্টেশন সূত্রে জানা গেছে, রানীনগর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের উচ্চতা (রেললাইন থেকে) ১৫ ফুট ৩ ইঞ্চি, আর ওই লাইনে যাতায়াতকারী ট্রেনের উচ্চতা (রেললাইন থেকে) ১৩ ফুট ৬ ইঞ্চি। যার ফলে গত প্রায় দুই বছরে রানীনগরে রেলস্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে কমপক্ষে ২০ জন নিহত ও অর্ধশতাধিক ট্রেন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। সান্তাহার জংশন স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর কমার্শিয়াল (টিআইসি) আবদুস সোবহান দুর্ঘটনার পর বুধবার সকালে রানীনগর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে জানান, দুই বছর আগে রেললাইন প্রায় দুই ফুট উঁচুকরণের কাজ সম্পন্ন হয়। কিন্তু ওভারব্রিজগুলো আগের অবস্থায় থাকায় বিশেষ করে রানীনগর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজটি একটু নিচু হওয়ায় ওইখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ট্রেনের ছাদের যাত্রীরা এই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অতিদ্রুত সময়ের মধ্যে রানীনগর রেলস্টেশনের ওভারব্রিজটি উঁচুকরণের জন্য সুপারিশ করবেন বলে জানান। সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী জানান, এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম বাদী হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর